জয় দিয়ে বিপিএল শেষ করল সিলেট

জয় দিয়ে বিপিএল শেষ করল সিলেট

জয় দিয়ে এবারের বিপিএল শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয়টা পরের পর্বে উঠতে কাজে না দিলেও দিয়েছে তৃপ্তি। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছিল ফরচুন বরিশাল। তাতেই বিদায় ঘণ্টা বেজেছে খুলনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ সিলেটের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এমন ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়েছে সিলেট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় সিলেট। আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৮ রান করেছে খুলনা। জবাবে ১৮ ওভারে চার উইকেটে ১৩০ রান তোলে সিলেট।

জয়ের জন্য লক্ষ্যটা সামান্যই ছিল। তবে, সিলেটের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে ওপেনার জাকির হাসান ও দ্বিতীয় ওভারে কেনার লুইসকে হারায় তারা।  তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি মিলে দলের হাল ধরেন। ৭৪ রানের জুটি গড়েন দুজন।

৩৭ বলে ৩৯ রান আসে শান্তর ব্যাট থেকে। ইয়াসির খেলেন ৪৩ বলে ৪৬ রানের ইনিংস। এতে ভর দিয়ে দুই ওভার হাতে রেখেই সিলেট পৌঁছায় জয়ের বন্দরে।
এর আগে খুলনার শুরুটাও ভালো হয়নি। অধিনায়ক এনামুল হক বিজয় আউট হন ১০ রান করে। খুলনার উদ্বোধনী জুটি ভাঙে ২৫ রানে। তবে, ওপেনিংয়ে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি।

৩৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। খুলনার পক্ষে ম্যাচে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। আফিফের পর খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওয়েইন পারনেলের ব্যাট থেকে। দলের বাকিরা ব্যাট ব্যর্থই হয়েছেন বলা চলে।
সিলেটও করেছে নিয়ন্ত্রিত বোলিং। সবমিলিয়ে ১২৮ রানে থামিয়ে দেয় খুলনাকে। সিলেটের পক্ষে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বেনি হাওয়েল। তানজিম সাকিব ও শফিকুল ইসলাম পান দুটি করে উইকেট।