চীনে মালবাহী জাহাজের ধাক্কায় পার্ল নদীর একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে। জাহাজটির একজন ক্রু আহত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে গুয়াংডং প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী গুয়াংজুতে ঘটনাটি ঘটে, খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গুয়াংজুর নানশা এলাকার লিক্সিনশা সেতুতে জাহাজটি আঘাত হানে, তবে এতে কোনো মালামাল ছিল না। জাহাজের ধাক্কায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুটির ওই অংশে একটি মোটর সাইকেল ও বাসসহ পাঁচটি যানবাহন ছিল।
দুটি যান নদীর পানিতে পড়ে ডুবে যায় আর বাকি তিনটি সেতুর ভাঙা অংশের ফাঁক গলে নিচে জাহাজটিতে গিয়ে পড়ে।
মালবাহী জাহাজটি একই প্রদেশের ফোশান শহর থেকে নানশায় এসেছিল। জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে।